রাস্তা পাকাকরণ:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,ঢাকা কর্তৃক অনুমোদিত রাস্তাসমূহ নির্বাহী প্রকৌশলীর দপ্তর,এলজিইডি,সিলেট হতে দরপত্র আহবানের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করত: অত্র দপ্তর এর তদারকীতে রাস্তা পাকাকরণ কাজ বাস্তবায়ন করা হয়।
প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ/পুণ:নির্মাণ/মেরামতকরণ:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,ঢাকা কর্তৃক অনুমোদিত বিদ্যালয়সমূহ অনুমোদিত ডিজাইনের ভিত্তিতে অত্র দপ্তর হতে দরপত্র আহবানের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করে বিদ্যালয় ভবন নির্মাণ/পুণ:নির্মাণ/মেরামতকরণ কাজ বাস্তবায়ন করা হয়।
ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,ঢাকা কর্তৃক অনুমোদিত ইউনিয়ন পরিষদসমূহ অনুমোদিত ডিজাইনের ভিত্তিতে অত্র দপ্তর হতে দরপত্র আহবানের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করে কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়।
পাকা রাস্তা মেরামতকরণ:
উপজেলার অন্তর্গত সকল উপজেলা ও ইউনিয়ন সড়কের বাস্তব অবস্থা, যানবাহন চলাচলের সংখ্যা এবং সড়কের সেতু/ কালভার্ট এর অবস্থা পযবের্ক্ষণ করে উপজেলা ডাটাবেজ হালনাগাদ করে উপজেলা প্রকৌশলী জেলার নিবার্হী প্রকৌশলীর কার্যালয়ে প্রেরণ করবে৷ র্নিবার্হী প্রকৌশলী তার আওতাধীন সকল উপজেলার ডাটাবেজ হালনাগাদ করে আঞ্চলিক তত্বাবধায়ক প্রকৌশলীর অফিসে প্রেরণ করবে৷ সদর দপ্তর রক্ষণাবেক্ষণ ইউনিট প্রাপ্ত হালনাগাদ ডাটাবেজের আলোকে সফটওয়্যারের সাহায্যে জেলাওয়ারী রক্ষণাবেক্ষণ চাহিদা নিরুপণ করবে এবং সাথে সাথে প্রাথমিক স্কীম তালিকা প্রণয়ন করবে। সংশ্লিষ্ট জেলার নিবার্হী প্রকৌশলীর প্রাথমিক স্কীমগুলি উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সরেজমিনে যাচাই-বাছাই করে সম্ভাব্য প্রাক্কলন প্রণয়ন করবে৷ জেলা রক্ষণাবেক্ষণ কমিটি জেলার বার্ষিক বরাদ্দকৃত বাজেট অনুয়ায়ী স্কীম তালিকা চূড়ান্তকরতঃ বার্ষিক ক্রয় পরিকল্পনাতে (Annual Procurement Plan)অন্তর্ভূক্ত করে অনুমোদনের জন্য আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিকট প্রেরণ করবে-যা যাচাই বাছাই শেষে অনুমোদনের পর সংশ্লিষ্ট জেলার নিবার্হী প্রকৌশলী দরপত্র আহবান করে রক্ষণাবেক্ষণ নির্দেশিকার আলোকে রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS